আজকাল ওয়েবডেস্ক: অভিষেক টেস্ট ম্যাচেই প্রচারের সব আলো কেড়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট হাতে নেমে ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। যশপ্রীত বুমরাকে মাঠের যত্রতত্র ফেলেছেন স্যাম কনস্টাস।
শেষবার ২০২১ সালে সিডনি টেস্টে বুমরাকে ছক্কা হাঁকিয়েছিল কোনও ব্যাটার।
Important information about new Aussie Opener Sam Konstas! pic.twitter.com/Qdo67i9PMl
— The ACC (@TheACCnz)Tweet by @TheACCnz
তিন বছর পরে এবং টেস্টে ৪৪৮৩টি ডেলিভারি পরে ফের ছক্কা খেলেন ভারতের তারকা বোলার।
বুমরাকে এভাবে মার খেতে দেখে স্যাম কনস্টাসের উইকিপিডিয়ার পেজে লেখা হয়, তিনি নাকি বুমরার বাবা।
উইকিপিডিয়ায় অবশ্য এডিট করতে পারেন যে কেউ। স্যাম কনস্টাস যখন চড়াও হচ্ছেন বুমরার উপরে, তখন কেউ এই এডিট করেছেন। পরে অবশ্য তা ডিলিট করে দেওয়া হয়। কিন্তু স্ক্রিনশট যে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কনস্টাস আউট হয়ে ফেরার পরেও সেই স্ক্রিনশট ঘুরছে, যেখানে লেখা বুমরার বাবা স্যাম কনস্টাস।
আবার বিরাট কোহলির সঙ্গে যখন ঝামেলায় জড়িয়ে পড়েন নবাগত অজি ক্রিকেটার, তখন তাঁর উইকিপিডিয়া পেজে লেখা হয়েছে, বিরাট কোহলিরও বাবা তিনি।
Oh this is a bit mischievous.
— Peter Lalor (@plalor)
Konstas father of Kohli. pic.twitter.com/wKCXOyE4xvTweet by @plalor
শেষমেশ অবশ্য রবীন্দ্র জাদেজার বলে ফিরতে হয় স্যাম কনস্টাসকে। কিন্তু ১৯ বছরের বাচ্চা ছেলে শুরুতেই দেখিয়ে দিলেন, তিনি বহু দূর যাবেন।
